বগুড়ার শেরপুর সরকারি কলেজে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
_PIC-31.07_.2019_.jpg)
বগুড়ার শেরপুর সরকারি কলেজে ‘দুর্নীতি জাতির উন্নয়নে প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩১জুলাই) এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অত্র কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক এটিএম আব্দুস সাত্তার। এছাড়া অন্যদের মধ্যে অত্র কলেজের প্রভাষক আশরাফুল আলম, আব্দুল মান্নান, রুমানা খাতুন, রেজাউল করিম রেজা হক, এসএম ফজলুল হক, ছাত্রলীগ নেতা সৌরভ আহমেদ সুমন প্রমুখ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিরা বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।