বগুড়ায় বিরল প্রজাতির সাপ উদ্ধার
গতকাল ৩১/৭/২০১৯ রাতে একটি আহত সাপ উদ্ধার করেছে “তীর” শিক্ষার্থীদের পরিবেশ বাদী সংগঠন এর সভাপতি মোঃ আরাফাত রহমান। বগুড়া সদর উপজেলার শেখেরখোল ইউনিয়নের মহিষ বাথান এলাকায় গতকাল একজন কৃষক তার পটল ক্ষেতে কাজ করার সময় সাপটি দেখে এবং হাতে থাকা অস্ত্র্র দিয়ে আঘাত করে। পরে সেটি অজগর এর বাচ্চা মনে করে আটক করে রাখে।
এখবর মুুহুর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়লে ইউ.পি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম সহয়তা চেয়ে সামাজিক মাধ্যম ফেজবুকে পোষ্ট করেন। পোষ্ট দেখে শিক্ষার্র্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” এর সভাপতি মোঃ আরাফাত রহমান চেয়ারম্যানকে সাপটি না মারতে অনুরোধ করেন এবং বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃৃতি সংরক্ষন বিভাগ- রাজশাহীর ইন্সপেক্টর জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর অনুমতি ক্রমে দ্রুত ঘঁটনা স্থলে পৌছে সাপটি নিজ আওতায় নিয়ে আসেন। এ সময় স্থানীয় ইউপি চেয়াারমম্যান মোঃ কামরুল হাসান ডালিম, তীর এর সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, কার্য়করী সদস্য হোসেন রহমান ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রাথমিক ভাবে সাপটি অজগর এর বাচ্চা মনে করা হলেও সঠিক প্রজাতি কি তা নির্ণয়ে সন্ধিহান থাকায় বিভিন্ন সাপ ও বন্যপ্রানি বিসেষঙ্গ দের কাছে প্রজাতি নির্নয়ের জন্য ছবি পাঠানো হলে সাপ গবেষক জনাব আবু সাঈদ এটিকে Rough Scaled sand boa/ common sand boa বলে উল্লেখ করেন। পরবর্তিতে বিভিন্ন গবেষকদের সাথে কথা বলে ও ইন্টারনেটের মাধ্যমে জেনে মোঃ আরাফাত রহমান বলেন যে, প্রাপ্ত সাপটি একটি common sand boa। যার বাংলা নাম বালুুবোয়া বা বালুুবোরা। এটিকে বেবি পাইথনও বলা হয়। বৈজ্ঞানিক নাম Gongylophis conicus দেখতে অনেকটা অজগর সাপ ও রাসেল ভাইপারস সাপের মত। লেজ মোটা ও ভোটাকৃতির। লম্বায় ২৩ ইঙ্চি। এটি একটি বিলুপ্ত প্রজাত্ িযা বাংলাদেশে দেখা যায় না বা য়ায়নি। সাধারনত ইউরোপ মধ্যপাচ্য, পাকিকস্থান, ভারত শ্রীলঙ্কায় পাওয়া যায়্। বালুুময় নদী এলাকায় বাস করে। বাংলাদেশে এই বালুবোরা সাপের বিস্থৃতি নিয়ে কোনো রেকর্ড পাইনি। সাপটি পেটে দুই জায়গায় জখম রয়েছে। আহত হওয়ায় আপাতত পর্যবেক্ষন এ রাখা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ভেটেরিনারি ডাক্তার ড. হেমাযেতুল ইসলাম আরিফ স্যার এর পরামর্শ অনুসারে চিকিৎসা প্রদান করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বন্যপ্রানি বিশেষজ্ঞ ড. মনিরুল এইচ খান এটিকে বাংলাদেশে দেখা ৬ষ্ট রেকর্ড বলে উল্লেখ করেছেন। এবং বাংলাদেশের প্রখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. আলি রেজা খান স্যার সুন্দরবন ও যমুনা নদী এলাকায় উপস্থিতির সম্ভবনার কথা জানিয়েছেন। শিক্ষার্র্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” এর উপদেষ্টা সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোঃ আরিফুর রহমান বলেন, যতটুকু জানা যায় common sand boa বাংলাদেশের একটি রেয়ার প্রজাতি, কিভাবে এটি ওই এলাকায় আসলো নাকি পূর্ব থেকেই ছিল তা নিয়ে গবেষনা কিংবা গভীর পর্যবেক্ষনের প্রয়োজন । “তীর” এর সভাপতি মোঃ আরাফাত রহমান বলেন যেহেতু আমি বন্যপ্রাণি সংরক্ষন নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছি এবং আমার বিষয় সংশ্লিষ্ট তাই আমি common sand boa পরবর্তিতে নিয়ে কাজ করবো।
উল্লেখ্য টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্টাল রিসার্চ -“তীর” ২০১১ সাল হতে পরিেেবশ ও বন্যপ্রাণি সংরক্ষন নিয়ে সেচ্ছাশ্রমে কাজ করছে।common sand boa ডিম এর পরিরবর্তে বাচ্ছা প্রসব করে। সাধারনত নিশাচর প্রকৃতির হলেও দিনেও চলাচল ও শিকার করে। common sand boa সাপ একটি নির্বিষ সাপ ও শান্ত স্বভাবের সাপ। তাই এটি নিয়ে ভয়ের কিছু নেই । সাপটি সুস্থ হলে প্রকৃতিতে মুক্ত করা হবে।

ষ্টাফ রিপোর্টার