পার্বতীপুরে গুজবে কান না দেওয়া ও ডেংঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

গুজবে কান দিবেন না ও ডেংঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।
উপজেলা নির্বাহী অফিসার মো: রেহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুন মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো: শামসুজ্জামান, মডেল থানার ওসি মোখলেছুর রহমান, রেলওয়ে থানার ওসি এসএম আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তাজুল ইসলাম,এন এন আই কর্মকর্তা মো: আলিফউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও সাংবাদিক এম এ আলম বাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রামাণিক। অনুষ্ঠানে বক্তারা গুজবে কান না দেওয়া ও ডেংঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে উপজেলা কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ উপজেলা পরিষদ চত্বর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।