বগুড়ায় শোকাবহ আগষ্টের প্রথম দিনে যুবলীগের শোক র্যালী ও সমাবেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে আজ বৃহস্পতিবার দুপুরে শহরে জেলা যুবলীগের বিশাল শোক র্যালী বের হয়। র্যালিটি সাতমাথাস্থ্য দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদনি করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা আ’লীগ নেতা এড. মকবুল হোসেন মুকুল, রাগেবুল আহসান রিপু,টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, কামরুন্নাহার পুতুল, এড. জাকির হোসেন নবাব, সাগর কুমার রায়, আব্দুস সালাম, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, এড. লাইজিন আরা লীনা, ডালিয়া নাসরিন রিক্তা, অসীম কুমার রায় প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, সাহসী নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি পেয়েছে স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত। জাতির পিতা আমাদের দিয়েছেন পবিত্র সংবিধান। তিনি সোনার বাংলা গঠনের ল্েয কাজ শুরু করেছিলেন। ৭১ এর পরাজিত শক্তি আবারো চক্রান্ত শুরু করে।
১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকান্ডের মাধ্যমে জাতিকে গোটা বিশ্বের সামনে কলংকিত করা হয়েছিল। দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা থেমে দিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল ঘাতকরা। ৭১ এর পরাজিত শক্তির সব ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। জাতিকে আবার শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করতে, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তিনি বলেন, জাতির জনকের স্বপ্ন ছিলো একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতি গঠনের মাধ্যমে জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা বিধান করা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিব আমাদের চেতনা। তিনি সব বাঙালির অনুপ্রেরণা। যত দিন বাংলাদেশ নামে দেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, বাংলা সংস্কৃতি ও সভ্যতা থাকবে, তত দিন শেখ মুজিব নামটি সোনার অরে লেখা থাকবে বাঙালি জাতির ইতিহাসের পাতায় পাতায়। তিনি চিরঞ্জীব, চির অম্লান হয়ে থাকবেন এ দেশের প্রতিটি মানুষের মণিকোঠায়। উন্নত রাষ্ট্র গঠনের লক্ষে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে তিনি সকলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।