ডেঙ্গু প্রতিরোধে হিলিতে এডিস মশা নিধনে ফকার মেশিন
দিনাজপুরের হিলিতে ডেঙ্গু প্রতিরোধে ফকার মেশিন দ্বরা এডিস মশা নিধনের কাজ শুরু করেছে পৌরসভা।বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফকার মেশিন দ্বরা মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ।
এসময় নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা সেটেলমেন্ট অফিসার জুলফিকার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
হিলি-হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানায়, সারাদেশে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তারই সতর্কতা হিসেবে পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। যাতে ডেঙ্গৃ মহামারি আকার ধারণ করতে না পারে।
হিলি-হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানায়, দেশব্যাপী ডেঙ্গুর যে প্রভাব দেখা দিয়েছে। এটি এডিস মশার কারণে হয়। যে কারণে পৃর্ব প্রস্তুতি হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে মশক নিধন অভিযান চালানো হবে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার পৌর এলাকায় মশক নিধন অভিযান শুরু করা হলো। ডেঙ্গু উৎপন্নের সম্ভব্য স্থান বাড়ির পাশে লার্ভা, ড্রেনসহ ফাঁকা জায়গায় মশক নিধন অভিযান চালানো হবে।তিনি আরও বলেন, এছাড়া যদি কোন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। তাকে জেলা সদরে পাঠানোর জন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা সদরে ডেঙ্গু রোগীদের নিয়ে টিম কাজ করছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি