বগুড়ার শেরপুরে ভেটেরিনারী সার্জন ডা.রায়হানকে গণসংবর্ধনা প্রদান
_PIC-01.08_.2019_.jpg)
বগুড়ার শেরপুরে প্রাণি সম্পদ দফতরের ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান জাতীয় পর্যায়ে (ব্যক্তিগত শ্রেণী) জনপ্রশাসন পদক-২০১৯ পাওয়ায় তাঁকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার (৩১জুলাই) সন্ধ্যায় উপজেলা প্রাণি সম্পদ দফতর এই অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজার সভাপতিত্বে ও খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদের সঞ্চালায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া। এছাড়া অন্যদের মধ্যে শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, ডেইরি অর্নাস অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল ইসলাম পোদ্দার ববি, প্রথমআলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা নূরে আলম সানি, উদ্যোক্তা তামান্ন আঁখি, সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রাণি সম্পদ দফতরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে ডা. রায়হানকে গণসংবর্ধনা দেয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেকার তরুন-তরুনীদের স্বপ্নদ্রষ্টা তিনি। তাদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশী মুরগির (অরগানিক) খামার গড়তে সহযোগিতা করেন ডা. মো. রায়হান। পরে স্বল্প পুঁজি বিনিয়োগ করে বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগীর খামার করে সফলতাও পেয়েছেন তারা। এসব বেকার নারী-পুরুষের সংগঠন (স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি) ইতিমধ্যে এই উপজেলার গ-ি পেরিয়ে সারাদেশে মডেল হয়েছে। বেকার জনগোষ্ঠি আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বি হতে দেশী মুরগী পালনে ঝুঁকে পড়ছেন।উল্লেখ্য: নিজ উদ্যোগে এসব কর্মকান্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে অবদান রাখায় সরকারের পক্ষ থেকে ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হানকে জনপ্রশাসন পদক-২০১৯ দেয়া হয়। গত ২৩জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাঁর হাতে গোল্ড মেডেল, সনদ ও ক্রেষ্ট তুলে দেন।