বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত

জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি ইকবালুর রহিম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মোয়াজ্জিন ফজরের নামাজের সময় যখন ঘুমের চেয়ে নামাজ উত্তম, নামাজ, সৎ ও আলোর পথে এসো আযান দিয়ে ডাক দিচ্ছেলো নামাজিদের তখন জিয়া-মোস্তাকদের কতিপয় বিপদগামী সৈনিক নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। অন্তসত্তা গৃহবধু ও শিশুদের গুলি করে ব্যানেট দিয়ে কুপিয়ে হত্যা করেও খান্ত হয়নি ঘাতকরা। তিনি প্রশ্ন করেন, কোরআন ও হাদিসের কোন স্থানে আছে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা। হত্যার একমাত্র উদ্দ্যেশই ছিল এ দেশকে লুটেপুটে স্বাধীনতা বিরোধী পাকিস্তানী পেতাত্তাদের খুশি করা। এখনো দেশে সন্ত্রাস ও অগ্নিসংযোগ ও বোমা হামলা করে জঙ্গিদের উৎসাহিত করা হয়। সারাদেশ অস্থিতিশীল করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচলিত হননি। তিনি কঠোর হস্তে হত্যা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ করেছেন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে গেছেন। তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইলের মধ্যে কোরআন শরিফের আয়াত পাওয়া যাচ্ছে। এটাই হল শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। তিনি প্রতিটি মসজিদে দেশ ও জাতির অগ্রগতি এবং কল্যানের জন্য খুৎবা দেয়ার আহবান জানিয়ে বলেন, কোরআন হাদিসের আলোকে হত্যা, অগ্নি সংযোগ, মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বোঝাতে হবে। বর্তমান ডেঙ্গু রোগের দুর্যোগকে কাটিয়ে উঠতে জনগনকে সচেতন করার দায়িত্ব ইমামদেরও রয়েছে।
০১ আগষ্ট বৃহস্পতিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম ও আলেমদের সাথে আলোচনা সভায় হুইপ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুর বড়ময়দানে পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায় করার আহবান জানিয়ে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামীক ফাউন্ডেশন দিনাজপুর কার্যালয়ের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাজিউর রহমান, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্জন, ছানাপীর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মতিউর রহমান কাসেমী, গোর এ শহীদ বড় ময়দানের ইমাম, আলহাজ্ব শামসুল হক কাসেমী, জেলা ইমাম ওলামা সমিতির সাধারন সম্পাদক রফিকুল্লাহ মাজাহারি প্রমুখ।