বগুড়ার শেরপুরে বন্যার্তদের চাল-ডালসহ রকমারী খাদ্য সামগ্রী দিল বাসদ
_PIC-01.08_.2019_.jpg)
বগুড়ার শেরপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার পানিতে ভাসছে পৌরসভার ৩নং ওয়ার্ডের বেশকয়েকটি এলাকাসহ এই উপজেলার অন্তত ষাটটি গ্রাম। পানিবন্দি হয়ে আছে অর্ধলাখ মানুষ। খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন এসব এলাকার মানুষ। এছাড়া বন্যার্ত এসব মানুষ এখন ত্রাণের জন্য হাহাকার করলেও সরকারি অথবা বেসরকারি কোন সংস্থার ত্রাণ সামগ্রী পৌঁছেনি ওইসব বানবাসী মানুষের কাছে। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার (০১আগস্ট) বিকেলে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন কমরেড রঞ্জন কুমার দে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) দলের উপজেলা কমিটির উদ্যোগে আহবায়ক রঞ্জন কুমার দে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী বাজারে বন্যার্ত ৯০টি পরিবারের মাঝে চাল-ডালসহ রকমারী খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় বাসদের জেলা কমিটির সদস্য কমরেড আমিনুল ইসলাম, স্থানীয় সংগঠক কমরেড আব্দুল জলিল, ফরিদুল ইসলাম, ছাত্রনেতা আনন্দ কুমার, অনিমেষ রায়, হাবিবুর রহমান হাবিব, মানিক মিয়া, আব্দুল আজিজ, পারভেজ হোসেন, দেবাশীষ প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যান্য এলাকার মতো ভয়াবহ বন্যায় উত্তরাঞ্চলের মানুষও সীমাহীন দুভোর্গ পোহাচ্ছেন। কিন্তু সরকারিভাবে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে না। তেমন দেখা যাচ্ছে না ত্রাণ তৎপরতা কার্যক্রম। মানুষের দুর্ভোগ বাড়লেও সেদিকে নজর নেই সংশ্লিষ্টদের। তবে মানুষের এই দুর্ভোগকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ লুটপাটে ব্যস্ত-এমন অভিযোগ করে বক্তারা আরও বলেন, অবিলম্বে এসব বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃদ্ধি করুন। পাশাপাশি বন্যা পরবর্তী পুর্নবাসন কার্যক্রম জোরদার করুন। বন্যার্তদের চিকিৎসা সেবা দেয়াসহ ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ দেয়ারও জোর দাবি জানান বক্তারা। এদিকে গজারিয়া-বড়ইতলী এলাকার বন্যা কবলিত মানুষ এই প্রথম ত্রাণ সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। তারা বলেন, বাসদের মতো সরকারি ও বিরোধী সব রাজনৈতিক দল এবং সমাজের বিত্তবানরা যদি তাদের মতো অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে সাধারণ বন্যার্ত মানুষের কষ্ট একটু হলেও লাগব হবে। এভাবে অন্যরাও তাদের পাশে দাঁড়াবেন বলে মন্তব্য করেন তারা।