বাল্য বিবাহ বন্ধ করার ক্ষোভে মারপিট,আহত ১,থানায় মামলা দায়ের
বুধবার রাতে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট, হাসপাতালে ভর্তি থানায় অভিযোগ।অভিযোগ সুত্রে জানা গেছে, দাড়িয়াল গ্রামের আব্দুল মান্নানের পুত্র নুনগোলা ইউনিয়ন সেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি এনামুল হক আকাশ ২০ দিন পূর্বে তার এলাকার আকন্দ পাড়ায় নুরুল ইসলামের স্কুল পড়ূয়া কন্যা তোহিদার বিবাহ ঠিক হলে প্রশাসনের সহযোগীতায় বাল্য বিবাহ বন্ধ করার ক্ষোভে একই এলাকার ৫/৬ জন দেশীয় অস্ত্র, লাঠিশোঠা নিয়ে হামলা করে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। পরবর্তীতে ঐ স্কুল পড়ুয়া কন্যাকে লিটন বিবাহ করে। এঘটনায় এনামুল হক আকাশ বাদী হয়ে জোব্বারের পুত্র ১/ খাজের আলী ও ,২/ লিটন, ৩/ খাজের আলীর পুত্র হেফজুল, ৪/ জোহার পুত্র আ: বারী সহ ৫/ ৬ জনকে আসামী করে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।