নন্দীগ্রামে জমে উঠছে কোরবানী পশুর হাট
বগুড়া জেলার ঐতিহ্যবাহী নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাট । আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শেষ মূহুর্তে জমে উঠেছে রণবাঘা গরুর হাট। সপ্তাহে শুক্রবার এখানে বিশাল এলাকা নিয়ে গরুর হাট বসে । এখন কোরবানীর ঈদকে সামনে রেখে পশুর ব্যপক সমাগম ঘটছে । ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এর পাশাপাশি হাট ইজারদাররা তাদের নিজস্ব লোকজন নিয়ে বাড়তি নজরদারী রাখছেন । এবার ঈদের হাটে ছোট ও মাঝারী আকারের গরুর চাহিদা থাকলেও চাহিদা নেই বড় গরুর । এবার গরুর দাম বেশি হলেও ছাগলের দাম তুলনামূলক কিছুটা কম ।
অন্যদিকে, ক্রেতাদের সাধ ও সাধ্যর সমন্বয় ঘটিয়ে ধর্মীয় কাজটি সমাধা করতে পশু কিনছেন মানুষ । তবে এবার হাটে ভারতীয় পশু না থাকায় দেশী পশুর আগমন কয়েকগুন বেশি হওয়ায় অনেক পশুই অবিক্রিত থেকে যাওয়ার আশংঙ্খা করছেন বিক্রেতারা । গত শুক্রবার উপজেলার ওমরপুর হাটে গিয়ে দেখা গেছে হাটের হাল চিত্র । ছাগলের পাশাপাশি ভেড়াও যোগ হয়েছে । হাটে বেচা কেনাও জমে উঠেছে , এর মধ্যে দেশী গরুর সংখ্যাই বেশি ।
উপজেলার কিছু গরু বেপারীরা জানান , জেলার অন্য পশুর হাট গুলোতে এবার বিভিন্ন এলাকা থেকে বেশি পশু আসছে । তবে ভারত, নেপাল, ভূটান থেকে গরু না আসায় বেশী দামে দেশী গরু কিনতে আগ্রহী নন অনেকেই । হাটে ছাগলের আমদানীও যথেষ্ট । এ হাটে গত কয়েক হাটের তুলনায় দাম ও বিক্রি বেড়েছে । হাটে ১৫ হাজার থেকে শুরু করে ৩ লক্ষ টাকা পর্যন্ত দাম চাইছে বিক্রেতারা তবে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকার গরু ও ৩৫ হাজার টাকার ছাগল বিক্রি হতে দেখা গেছে । এছাড়া ৫০ থেকে ৬৫ হাজার টাকা দামের গরু বেশী বিক্রি হয়েছে । ৭০-৯০ হাজার টাকার মধ্যেও বেশ কিছু গরু কেনা বেচা হয়েছে । খাঁসি ছাগলও বিক্রি হচ্ছে অনেক । দাম ৭ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে । তবে ৮/৯ হাজার টাকার ছাগল বেশি বিক্রি হচ্ছে । রিধইল গ্রামের গরু ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন গরুর আমদানী বেশী দাম ও বেশ ভালো চাহিদা মত দাম হওয়া নিয়ে শঙ্কায় আছি । আবার অনেকে বলছেন গরুর মালিকরা গরু বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন । এ বিষয়ে ওমরপুর হাট ইজারাদার জানান, এ বছর ভারত, নেপাল ও ভূটান থেকে গরু না আসায় দেশীয় গরুর আমদানী একটু বেশী তবে দেশীয় গরুর দামও বেশী । দাম ও চাহিদার সমন্বয়ে ক্রয় বিক্রয় বেশ জমে উঠেছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি