আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদন্ড
নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম তাদের এই কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার জাতআমরুল গ্রামের আবুল হোসেনের ছেলে শাকিবুল ইসলাম সুরুজ (২৭) ও উপজেলার শিবপুর গ্রামের সওকত হোসেন মিঠুর ছেলে কামরুল হাসান (১৯)।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম জানান, শাকিবুল ইসলাম সুরুজ ও কামরুল হাসানকে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে তাদের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং শুক্রবার দুপুরে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি