হিলিতে কাব স্কাউট উডব্যাজ প্রদান
স্কাউট আন্দোলনের অবদানের স্বীকৃতি স্বরুপ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি ১ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার স্কাউটার মোঃ মহিদুল ইসলামকে কাব স্কাউট উডব্যাজ প্রদান করা হয়েছে। দিনাজপুর অঞ্চলের পরিচালকের পক্ষে সহকারী লিডার টেনার আবু রায়হান গতকাল এই কাব উডব্যাজ প্রদান করেন।
মহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের ইউনিট দতার সহিত পরিচালনার জন্য স্কাউটের নিয়মনীতি মোতাবেক উডব্যাজের আবেদন করলে উপজেলা, জেলা, অঞ্চল পর্যায়েন কর্মকর্তারা তার ইউনিট পরিদর্শন করেন এবং স্কাউটের জাতীয় সদর দফতরে কাগজ পত্র প্রেরন করেন। জাতীয় সদর দফতর তা যথাযত মূল্যায়ন করে উডব্যাজ মন্জুর করে অ্যাওয়ার্ড এর সনদ দিনাজপুর অঞ্চলে প্রেরন করেন।

অনলাইন ডেস্ক