সাপাহার লক্ষীপুর মিশনে গিফট্ বক্স বিতরণ
.jpg)
নওগাঁর সাপাহার উপজেলার লক্ষীপুর গ্লোরিয়া হলিনেস্ চার্চ লক্ষীপুর মিশনে গিফট্ বক্স বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় লক্ষীপুর মিশন কর্তৃক আয়োজিত দাতা সংস্থা অপারেশন জেনারেশন এর সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫থেকে১০বছর বয়সের প্রায় ২হাজার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ গিফট্ বক্স বিতরণ করা হয়েছে।
রেভা: ডেভিড ডি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ গিফট্ বক্স তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউ.এন.ও)কল্যাণ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল হাই নিউটন, উপ- প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সন্তোষ কুমার কুন্ডু,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, ইউপি সদস্য মিজানুর চৌধুরী,জগন্নাথ দেবনাথ প্রমূখ।