রাজীবপুরে ইউপি সদস্যের অনৈতিক কার্যক্রম

ভারতীয় সীমান্তে নিয়মিত চোরাকারবারি সঙ্গে তার সুসম্পর্ক। সীমান্ত হাটকে কেন্দ্র করে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট মাদক পাচারে রয়েছে তার সংশ্লিষ্টতা তার নাম বাবু মিয়া।ওই এলাকার একাধিক ব্যাক্তি নাম না প্রকাশ শর্তে জানিয়েছেন এসব তথ্য।
গত ইউপি নির্বাচনে মানুষকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।তবে সাধারণ মানুষের ও এলাকার উন্নয়ন না হলেও নিজের উন্নয়ন করেছেন বাবু মিয়া অবৈধ পথে হয়েছেন লক্ষাধিক টাকার মালিক।
উপজেলার বটতলা বাজারে জহর আলীর বাসা ভাড়া নিয়ে গড়ে তুলেছেন পতিতালয়। বুধবার (২৯)জুন পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করে রাজীবপুর থানা পুলিশ।তিন নারীকে আটক করলেও ঘটনার মূল হোতা ইউপি সদস্য বাবু মিয়াকে আটক না করায় এলাকাবাসী মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে বুধবার রাত ১০ টার দিকে রাজীবপুর থানার ওসি তদন্ত নয়ন দাস অভিযান চালিয়ে চর রাজীবপুর বটতলা গ্রামের জহর আলীর বাড়ি থেকে তালাবদ্ধ একটি ঘর থেকে ৩ জন নারীকে আটক করে।
এসময় বাড়ির মালিক প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে ঘরটি বাবু মেম্বার ভাড়া নিয়েছে এবং মাঝেমধ্যে মেয়ে নিয়ে এসে খারাপ কাজ করে বলে পুলিশকে জানায়।
পুলিশকে মিথ্যা কথা বলা ও বাড়ি ভাড়া দিয়ে অনৈতিক কাজে সহযোগিতা জন্য জহর আলীকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় এক আ'লীগ নেতার কারনে পুলিশ ছেড়ে দেয়।
পরে অভিযুক্ত বাবু মেম্বারকে খুঁজতে থাকে পুলিশ। অবস্থা বেগতিক দেখে বাবু মেম্বার গভীর রাতে ঘটনা স্থলে আসে প্রভাবশালী এক আ'লীগ নেতার মাধ্যমে। ওই নেতা তাকে সকলের সামনে চর থাপ্পড় দিয়ে এবং আর কখনও এমন কাজ করবেনা জানিয়ে পুলিশের কাছ থেকে প্রভাব বিস্তার করে ছাড়িয়ে নেয়।এ কারনে প্রমান থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্ত বাবু মিয়াকে আটক করতে পারে নি।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বাবু মিয়া বলেন,বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।আমার এক ব্যাবসায়ীক পার্টনার ওই রুমের চাবি নিয়েছিল সে এই কাজ করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে।সীমান্তে চোরাচালান ও সীমান্ত হাটের সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেন নি।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন,বটতলায় একটি বাড়িতে অনৈতিক কাজ হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালালে তিন জন নারীকে একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে আটক করা হয়। অভিযুক্ত বাবু মেম্বারকে ঘটনাস্থলে নিয়ে আসা হয় আমরা তাকে আটক করার চেষ্টা করি কিন্তু স্থানীয় আ'লীগ নেতার কারনে তাকে আটক করা যায় নি।মেয়েগুলোকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।