গোবিন্দগঞ্জে পুলিশ সুপারের পক্ষে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসহায় বন্যার্ত মানুষের মাঝে মানবিক জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর পাঠানো ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশ সুপারের পক্ষে এ ত্রাণ বিতরণ করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ইন্সপেক্টর (তদন্ত) আফজাল হোসেন ও শাহাদত হোসেন চেয়ারম্যান রাখালবুরুজ ইউনিয়ন পরিষদ।