হিলি বাজারে কমেছে আমদানি, বেড়েছে সবজির দাম

দিনাজপুরের হিলি সীমান্তবর্তী বাজারগুলোতে কমেছে আমদানি, বেড়েছে সবজির লাগামহীন দাম। প্রতিটি সবজির কয়েক গুন দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার গুলো। আয় না বাড়লেও ব্যয় বাড়ছে প্রতি দিন।
কদিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে উত্তরের দেশের বিভিন্ন জেলায় বন্যা এবং বাঁধ ভেঙ্গে পানি বৃদ্ধি পাওয়ার ফলে চাষিদের ফসলের জমি পানির নিচে তলিয়ে যায়। যার কারণে বাজারে সবজি আসতে পারছে না। বসতবাড়িসহ ভেসে গেছে পুকুরের মাছ। কয়েক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে প্রায় তিনগুন। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আদা, রসুন, কাঁচা মরিচের দাম। এতে করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরসহ সাধারণ মানুষেরা।
হিলি বাজারের সবজি দোকানীরা জানায়, এই বাজারে বিভিন্ন সবজি সাধারণত পাশ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি উপজেলা থেকে আমদানি হয়। তবে ওইসব অঞ্চলে বন্যা দেখা দেওয়ায় সবজির আমদানি অনেকটায় কম। এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বেশি দামে সবজি সরবরাহ করছে ব্যবসায়ীরা। এ কারণে বাজারে হঠাৎ সবজির দাম বেড়েছে। তাই আমাদেরও বেশি দামে সবজি কিনে বিক্রি করতে হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতা রাকিব হাসান ডালিম ও রাজু নামের দুই ক্রেতা জানায়, বাজারে সবজির দাম খুব চড়া। দুই সপ্তাহ আগে যে দাম ছিল, বন্যায় এখন তা বেড়ে তিনগুন হয়ে গেছে। কোনও কিছুর দামই নিয়ন্ত্রণে নেই।
বাজার করতে এসে সাধারণ ও নিন্ম আয়ের মানুষেরা হিমশিম খেতে হচ্ছে।খুচরা ক্রেতা বলেন দুই সপ্তাহে আগে কাঁচা মরিচ দাম ছিল ৩০/টাকা কেজি বর্তমান বাজার ১০০ টাকা কেজি,আদা ২০০ টাকা,রসুন ১২০ টাকা দরে কিনতে হচ্ছে।
বর্তমানে হিলি বাজার প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, ঢেড়স ৪০ টাকায়, বেগুন ৪০ টাকা। মিষ্টি কুমড়া ৩০ টাকায়, বরবটি ৪০ টাকা, করলা ৬০ টাকা, কচুরবৈ ৫০ টাকায়, আলু ২৪ টাকা, কাঁচামরিচ ১০০ টাকায়, পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর প্রতি হালি (৪টি) ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকায়।