নওগাঁর পত্নীতলায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার সমাপনী

নওগাঁর পত্নীতলায় “পরিকল্পিত ফল চাষ-যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা এর সমাপ্ত হয়েছে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নানা কর্মসূচির মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে উক্ত মেলার সমাপ্ত ঘোষণা করেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার। উপজেলা কৃষি অফিসের আয়োজনে নজিপুর নতুনহাট চত্বরে উক্ত ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি শহীদুজ্জামান সরকার।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা ও আব্দুল আহাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী, পত্নীতলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
অতিথিসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা মেলার স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।