কাহালুর শেখাহার বাসষ্ট্যান্ডে যাত্রী ছাউনীর উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান সুরুজ

শনিবার বগুড়ার কাহালুর শেখাহার বাসষ্ট্যান্ডে “দৃষ্টিনন্দন” যাত্রী ছাউনীর ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, বীরকেদার ইউ পি চেয়রিম্যান ছেলিম উদ্দিন, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, বীরকেদার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানাউল্লাহ তালুকদার (ঝিলু)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল হক (মন্টু), যাত্রী ছাউনী প্রকল্পের সভাপতি ও বীরকেদার ইউ পি সদস্য আব্দুর রশিদ মন্ডল, শেখাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মান্নান, বীরকেদার ইউ পি সদস্য শাবানা বেগম, আফরোজা খাতুন, রুবিয়া খাতুন, শেখাহারের বিশিষ্ট ব্যবসায়ী মইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে এক আলোচনা সভা বীরকেদার ইউ পি চেয়রিম্যান ছেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।