দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ময়লা আবর্জনা অপসারণ

ডেঙ্গুজ্বর প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিস্কার পরিচ্ছতা অভিযানের অংশ হিসাবে আজ শনিবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লবের নেতৃত্বে মুখে মাস্ক ও গ্লোবস পরে উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার ৩ ট্রাক ময়লা আবর্জনার স্তুপ স্বেচ্ছাশ্রমে অপসারণ করা হয়েছে।পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে সকল সেবা বন্ধ থাকায় প্রায় ৩সপ্তাহ যাবত জমে থাকা ময়লা আবর্জনা জমে স্তুপে পরিনত হয় ও দূর্গন্ধের সৃষ্টি হয় এবং মশার বংশ বিস্তারের সম্ভাবনা থাকায় এ আবর্জনার স্তুপ পরিস্কার করা হয়।পরিস্কারাভিযানে অংশগ্রহণ করেন উপজেলা যুবলীগের সহসভাপতি আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক হানিফ হোসেন ডলার, আবু রায়হান চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শিমনসহ যুবলীগের নেতাকর্মী।