দুপচাঁচিয়ায় জুয়া খেলার অভিযোগে ৫ জুয়াড়ু গ্রেপ্তার

দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুরে প্রগতি সংঘের ভিতরে জুয়া খেলার সময় ৫ জুয়াড়ু কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দপুর গ্রামের মোফাজ্জল হোসেন(৩১), আব্দুল কুদ্দুস(৩৮), গোপেন্দ্রনাথ(৪২), আব্দুল গোফ্ফর(৩৭) ও মথুরাপুর গ্রামের শফিকুল ইসলাম(৪৬)।দুপচাঁচিয়ার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জুয়া খেলার অভিযোগে ৫জুয়াড়–কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।