নন্দীগ্রামে দুই যুবক গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র মামলা,গ্রেফতার ১

বগুড়ার নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পুটু মিয়া (৩৫) ও জামাল হোসেন (৩০) নামের দুই যুবক গুলিবিদ্ধের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।আজ শনিবার পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।মামলায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলীয়া গাড়ী গ্রামের আলহাজ্ব আব্দুল জোব্বারে ছেলে আব্দুস সালাম (২৮) সহ অজ্ঞাতনামা চার জন কে আসামী করা হয়েছে। এদের মধ্য মামলার প্রধান আসামী আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বর্ষণ চেচুয়াপাড়া গ্রামের রাস্তায় অপরিচিত চার যুবক মটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। এ সময় গ্রামের রাস্তায় দাড়িয়ে থাকা লোকজনকে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা এলোপাথারি ভাবে গুলি বর্ষন করে। এতে জামাল ও পুটু গুলিবিদ্ধ হয়। এরপর ওই চার যুবক পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে আব্দুস সালাম কে মোটরসাইকেলসহ আটক করে। পরে উত্তেজিত জনতার সালাম কে গণপিটুনী দিয়ে তার মোটরসাইকেলে আগুন দেয়া। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সালামকে তাদের হেফাজতে নেয়। এরপর তার দেহ তল্লাশী করে পকেট থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে।
উল্লেখ্য ২০১২ সালের ১২ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের হায়দার আলী খুন হয়। হত্যা মামলার আসামী আনোয়ার হোসেন শাহীন সম্প্রতি জামিনে মুক্তিপান। গত বুধবার গভীর রাতে নিহত হায়দারের স্বজনেরা শাহীনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙ্গে দেয়া হয়। ভোর রাতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনার পর থেকেই বর্ষন গ্রামে দুই পরে মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, মালার প্রধান আসামী আব্দুস সালাম কে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।