বগুড়ায় ঈদ উপলক্ষে জমজমাট ভাবে গরু ছাগলের হাট
শুক্রবার বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা হাটে পবিত্র কোরবানী ঈদ উপলক্ষে জমজমাট ভাবে গরু ছাগলের হাটে ক্রয় বিক্রয় হয়েছে। হাট পরিদর্শন করেন ইউপি সদস্য আলী রেজা তোতন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদমুহা সরল পুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক, হাট পরিচালক সাইদুর রহমান, সমাজসেবক সেলিম হোসেন, নুর আলম, কবির সরদার, আব্দুল সবুর, মুকুল হোসেন,শাহজাহান,কাজল,আইয়ূব,জাহিদ হাসান,আল আমিন, নাজমুল হোসেন,লোমান,সেলিম প্রমুখ।