বিরামপুরে ধর্ষিত মাদ্রাসা ছাত্রীর ডিএনএ পরীক্ষার দাবি

বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের ধর্ষিত মাদ্রাসা ছাত্রীর ডিএনএ পরীক্ষার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের নিকট ধর্ষিতার পিতা ৪ আগষ্ট লিখিত আবেদন করেছেন।লিখিত আবেদন সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের এক মাদ্রাসা ছাত্রী গত ১ জুলাই প্রতিবেশী সিরাজুল ইসলামের পুত্র সবুজ হোসেনের দ্বারা ধর্ষিত হয়। এব্যাপারে ২ জুলাই বিরামপুর থানায় মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষক সবুজ ইসলামকে গ্রেফতার করে।
থানা হেফাজতে সবুজ ইসলাম উপস্থিত স্বাক্ষী, এজাহারকারী ও পুলিশের নিকট ধর্ষনের কথা স্বেচ্ছায় স্বীকার করেছে। ধর্ষকের স্বীকারোক্তির কথা উল্লেখ করে ৪ জুলাই বিভিন্ন পরিত্রকায় সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ধর্ষিতার শরীরে ধর্ষনের আলামত থাকা সত্বেও সংশ্লিষ্ট ডাক্তারগণ “নো সাইন অব সেকচুয়াল ইন্টারকোর্স” সনদ প্রদান করেছে। এতে ধর্ষিতা ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে বলে জানানো হয়। একারণে ধর্ষিতার ডিএনএ পরীক্ষার জন্য দিনাজপুরের পুলিশ সুপারের নিকট অনুমতি প্রার্থনা করে ধর্ষিতার পিতা নূরুল ইসলাম ৪ আগষ্ট লিখিত আকেদন করেছেন।
ধর্ষিতার পিতা নূরুল ইসলাম জানান, তার কন্যার এখনও চিকিৎসা চলছে। অথচ ডাক্তারগণ কি কারণে ধর্ষনের প্রমান পাননি তা এক বিস্ময়ের সৃষ্টি হয়েছে। নুরুল ইসলাম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মিথ্যা মেডিকেল রিপোর্ট নিয়ে তিনি বিপাকে পড়েছেন। তাই তিনি ধর্ষন প্রমানের জন্য ধর্ষিতার ডিএনএ পরীক্ষা করানোর লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।