সিংড়ায় অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে আটক ২
নাটোরের সিংড়ায় অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে ২ জন বিক্রেতাকে আটক করে সিংড়া থানা পুলিশ।
আজ রবিবার দুপুরে শেরকোল বাজার হতে তাদের আটক করা হয়। পরে শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধির উপস্থিতিতে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়।
সুমন ট্রেডিং এর কর্মকর্তা মাগফুরুল হক এবং স্থানীয় সুত্র জানায় , শেরকোল বাজারের বিনয় ও রুহুল আমিন নামে দুজন অসাধু ব্যবসায়ী ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ডার্বি সিগারেট ৪ টা নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রি করছে ভোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
সিংড়া থানার পরিদর্শক সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।