সিংড়ায় জাল দলিল করে জমি দখলের পায়তারা

নাটোরের সিংড়ায় খেজুরতলা বাজারে আতাইকুলা মৌজায় জাল দলিল করে দখলকৃত জমি দখলের পায়তারার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জাল দলিল করে স্থানীয় সাবেক ইউপি মেম্বার ও বর্তমান ইউপি মেম্বারের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন জয়গুন বিবির তিন সন্তান ।
জানা যায়, ১৯৬৫ সালের দিকে বাবর আলী সম্পত্তি বিনিময় করে আতাইকুলা মৌজার ১৩ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। পরে তিনি তার মেয়ে জয়গুন বিবিকে ঐ সম্পত্তি লিখে দেন।
জয়গুন বিবি তার দু ভাইকে ৩ শতাংশ জমি দেন। বাঁকি ১০ শতাংশ জমি জয়গন বিবি ভোগ দখল করা অবস্থায় তার তিন সন্তান এস এম সামসুল ইসলাম, মনিরুল ইসলাম ও মামুনুর রশিদ মামুন কে লিখে দেন।
সম্প্রতি ঐ জমিতে সামসুল দিং স্থাপনা নির্মান শুরু করেছেন। নির্মান কাজ শুরু হবার পর প্রভাবশালী ঐ মহল দুজনকে মালিক সাজিয়ে ঐ জমি দখলে পায়তারা শুরু করেছে।
শামসূল ইসলাম বলেন, স্থানীয় আওয়ামী লীগ দলীয় ইউপি মেম্বার মামুন মন্ডল ও সাবেক ইউপি মেম্বার মনিরুল শেখ এলাকার প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে। ১৪ই মে ভূয়া রেকর্ড তৈরি করে রেনু ও রেবা রানী কে মালিক সাজিয়ে জাল দলিল তৈরি করে উক্ত জায়গা দখল করার পায়তারা করে আসছে। মামুন মন্ডলের বিরুদ্ধে এলাকায় জমি দখল, অস্ত্র মামলা, মারপিট, প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানী সহ নানা অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তিনি প্রতিকার চেয়ে গত ২৫ জুলাই নাটোর আদালতে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি এবং জানি। এ ব্যাপারে দ্রুত সমাধানে সহযোগিতা করা হবে বলে জানান।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আমার জানামতে জমির মালিক জয়গুন ও তাঁর ওয়ারিশদের এবং তাদের বৈধ কাগজপত্র আছে। শুনেছি কে বা কারা দলিল করে ঐ জমি নিজেদের দাবি করছে। কিন্তু তাদের কোনো সঠিক কাগজপত্র নাই। তারা দেখাতে পারেনি।
এ বিষয়ে উপজেলা সাব রেজিস্ট্রার আব্দুর রউফ মিয়া কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে সহকারী কমিশনার ভূমি (অতিঃ দায়িত্ব) নাহিদ হাসান খান বলেন, বিষয়টি আমি জানিনা। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।