সাপাহারে আবারো ৯৮৫পিচ ইয়্যাবা সহ এক মাদক ব্যাবসায়ী আটক
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁর সাপাহারে ঝটিকা অভিযান পরিচালনা করে ২দিনের ব্যাবধানে আবারো ৯শ’ ৮৫পিচ ইয়্যাবা ট্যাবলেট সহ সাইফুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫। সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার কোচ-কুড়লিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যাবসায়ী উপজেলার রায়পুর গ্রামের নঈমুদ্দীন বিশ্বাস এর ছেলে। জয়পুর হাট র্যাব-৫ সূত্রে জানা গেছে সোর্স মারফত সংবাদ পেয়ে ঘটনা স্থলে অভিযান পরিচালনা করে ৯শ’ ৮৫পিচ ইয়্যাবা ট্যাবলেট সহ তাকে আটক করে। মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ৩আগষ্ট শনিবার উপজেলার খোট্রাপাড়া এলাকা থেকে র্যাব সদস্যরা ৬শ’ ৬০পিচ ইয়্যাবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছিল। কোরবানীর ঈদকে সামনে রেখে উপজেলার মাদক ব্যাবসায়ীরা বে-পরোয়া হয়ে উঠেছে, তাই এলাকার সচেতন মহল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি