পত্নীতলা বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার

নওগাঁর পত্নীতলা বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়েছে।পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপি'র টহল কমান্ডার হাবিঃ মোঃ নাছিম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭১ হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গত রোববার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ হাটসুল বিওপি'র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আঃ মালেক এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৩/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাড়াশাওলী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।এছাড়াও একই দিন (রোববার) রাধানগর বিওপি'র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল সীমন্ত পিলার ২৫৩/১৪-আর হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকাশমণি বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৬৮হাজার ৫শ টাকা। তিনি আরো জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সিজার স্টোওে মাদকদ্রব্য জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হইবে।