সরকারের পাশাপাশি আওয়ামীগের নেতাকর্মীরাও বন্যার্তদের পাশে রয়েছে: মজিবর রহমান মজনু
_PIC-05.08_.2019_MOZNU_.jpg)
বগুড়ার শেরপুর পৌরসভায় বন্যার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারিভাবে বরাদ্দ দেয়া ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।আজ সোমবার (০৫আগস্ট) বিকেলে পৌরসভার দুইটি ওয়ার্ডের প্রায় সাড়ে চারশ’ বন্যায় ক্ষতিগ্রস্থ নারী-পুরুষের মাঝে ত্রাণের পনের কেজি করে চাল দেয়া হয়। বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন।
শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, পৌরসভার কাউন্সিলর সাংবাদিক নিমাই ঘোষ, রেজাউল করিম সিপ্লব, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, মুকুল হোসেন, লায়লা আনজুমান আরা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পৌরসভার ৩নং ওয়ার্ডের ১১০জন ও ৪নং ওয়ার্ডের ৩২০জন বন্যার্তদের মাঝে ত্রাণের এসব চাল বিতরণ করা হয়। এদিকে একইদিন দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু উপজেলার সুঘাট ইউনিয়নের শতাধিক বন্যা দুর্গত মানুষের মাঝেও চাল বিতরণ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসব অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতায় জেলা আ.লীগ নেতা মজনু সমাজের বিত্তবান ব্যক্তিদের বন্যার্তদের পাশের দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। এছাড়া আওয়ামীলীগ জানে কিভাবে দুর্যোগ-দুর্ভোগ মোকাবেলা করতে হয়। এবারের বন্যায় অনেকে মানুষই ক্ষতিগ্রস্থ হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি আওয়ামীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বন্যার্তদের পাশে আছে। তাই আপনাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই।