শেখ হাসিনার নির্দেশ গড়তে হবে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ: জননেতা মঞ্জুরুল আলম মোহন

রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধের জন্য মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের প্রেসপট্টি ও বড়গোলা এলাকার বিভিন্ন স্থানে মশক নিধক কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাই গুজবে কান না দিয়ে, আতঙ্কিত না হয়ে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। এসয় উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়। যুবলীগ নেতা রেজাউল করিম খোকন, সেতু খন্দকার, মাসুদুর রহমান বিপ্লব, বেনজির আহম্মেদ, রফিকুল ইসলাম, সৈয়দ সাত্তিক আলম, আদম শেখ, লিখন রহমান। ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল, রাকিব হাসান শাওন, মোস্তাফিজুর রহমান, মিথিলেস প্রসাদ, শামছুজ্জোহা সৌরভ, সুজিত, জনি, তন্ময়, সিদ্ধার্থ কুমার দাস, মাহফুজার সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।