বগুড়ায় গুজব ছড়ানোর অভিযোগে কলেজ শিক্ষক গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মাসেতু নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে বগুড়া সাইবার পুলিশের একটি টিম কলেজ শিক্ষকসহ দু'জনকে গ্রেফতার করেছে।তাদের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপে এর প্রমাণ রয়েছে।সোমবার ভোরে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা হয়েছে। পরে এদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।তারা হলেন- বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার আবু জাফর মণ্ডলের ছেলে, সোনাতলার বালুয়াহাটা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদুর রহমান টিটু (৪৮) ও আদমদীঘি উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে, অনলাইনে আউটসোর্সিং পেশায় নিয়োজিত বেনজুর আহমেদ (২৮)।
গোপনে খবর পেয়ে সোমবার ভোরে শহরের ঝোপগাড়ি এলাকা থেকে টিটু ও জামিলনগর থেকে বেনজুরকে গ্রেফতার করা হয়। পরে সাইবার পুলিশের এসআই শফিউল আলম বাদী হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন।পুলিশ কর্মকর্তারা বলেছেন, গ্রেফতার দু'জনের রাজনৈতিক কোনো পরিচয় নেই।