বিরামপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৫
বিরামপুর উপজেলার একইর গ্রামে দিনের বেলা বাড়িতে ঢুকে প্রতিপক্ষরা মারপিট করে ৫জনকে আহত করেছে। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ এক আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার (৬ আগষ্ট) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
থানার মামলা ও বাদি সূত্রে প্রকাশ, জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একইর গ্রামের হাসিনুর রহমান হাসুন চৌধুরী, ছেলে এনায়েত চৌধুরী, ভাতিজা হুমায়ুন চৌধুরীসহ ১৪/১৫জনকে সাথে নিয়ে একইর গ্রামের মোসলেম উদ্দিন (নালকুু) চৌধুরীর বাড়িতে রবিবার বিকেলে হামলা শুরু করে।
এসময় ঘরে শয়নরত অবস্থায় মোসলেম উদ্দিন (নালকুু) চৌধুরীকে পশু কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও ছেলে আলমগীরের হাত ভেঙ্গে দিয়েছে এবং নালকু চৌধুরীর স্ত্রী, পুত্রবধু, শিশু নাতিকে মারপিট ও নারীদের শ্লীলতাহানী ঘটায়। এঘটনায় গুরুত্বর আহত একজনকে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদের ধরার চেষ্টা চলছে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি