পোরশায় ডেঙ্গু রোধে আলোচনা সভা

নওগাঁর পোরশায় চলমান মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু রোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইবনে ঈমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তগার হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।