ডেঙ্গু ও গুজব প্রতিরোধে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি হাবিবর রহমান
_PIC-06.08_.2019_.jpg)
ডেঙ্গু, গুজব ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক গণসচেতনতা তৈরীতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।আজ মঙ্গলবার (০৬আগস্ট) দুপুরে পল্লী উন্নয়ন একাডেমীর সম্মেলন কক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আয়োজিত সমাবেশে এই আহবান জানান তিনি।
বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এডিস মশার হাত থেকে বাঁচতে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য সবাইকে সতর্ক করতে হবে। যাতে করে সবাই মাঠে নামেন। এই মশার বংশ বিস্তার ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে আশপাশের এলাকা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখেন। এক্ষেতে সবাইকে সাবধান হতে হবে এবং আমাদের করণীয় যথাযথভাবে পালন করতে হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্য ড. শাহজাহান আলী, পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহা পরিচালক মো. আব্দুস সামাদ, ইউএনএফপিএ এর প্রতিনিধি তামিমা নাসরিন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্য মো. শাহাদত আলম ঝুনু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ আগস্ট মাস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছার মধ্যেদিয়ে বরণ করে নেয়া হয়। উক্ত সমাবেশে জেলার ১২টি উপজেলার পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় ছিল; “ডেঙ্গু, গুজব ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতাই যথেষ্ট”।
সমাবেশে সভাপতির সমাপনি বক্তৃতায় জেলার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁঞা বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। এছাড়া সমাজকে জাগ্রত করতেও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। বিশেষ করে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। এছাড়া দেশে বিশৃঙখলা সৃষ্টি করার জন্য যারা নানা গুজব ছড়ায়, তাদের সম্পর্কে সতর্ক হওয়ার পাশাপাশি ওই চক্রটি প্রতিরোধে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান তিনি।