পোরশায় অবিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অবিরোধ প্রকল্প বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) দাতা সংস্থা ইউএসএইড এর অর্থায়নে বাস্তবায়নাধীন অবিরোধ-রোড টু টলারেন্স প্রকল্পের অধীনে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সহকারী পুলিশ পরিদর্শক মোকাব্বেরুল হোসেন। বিএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্পের সার্বিক বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন সংগঠনের কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান। পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসাইন, যুব উন্নয়ন ক্রেডিট অফিসার তাইজুল ইসলাম, দৈনিক করতোয়া প্রতিনিধি ডিএম রাশেদ, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, ডাসকোর এরিয়া কো-অর্ডিনেটর খাইরুল ইসলাম প্রমুখ। সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক , এনজিও প্রতিনিধি ও ঈমামসহ ৫৫জন অংশগ্রহণ করেন। উল্লেখ্য বিএসডিও দাতা সংস্থা ইউএসএইড এর অর্থায়নে পোরশা উপজেলার ছাওড় ও তেঁতুলিয়া ইউনিয়নে স্বল্পমেয়াদী অবিরোধ প্রকল্প বাস্তবায়ন করছে।