নন্দীগ্রামে ডেঙ্গু/মশক নিধনের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু/মশক নিধনের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ৬ই আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ অভিযান উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। এরপর একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।