ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ

ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে গোটা দেশব্যাপি ভয়াবহ আকার ধারন করেছে। ডেঙ্গু জ্বরের প্রকোপে হাতপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এ মহামারি হতে রক্ষা পেতে হলে আমাদের প্রত্যেককেরই সচেতন হতে হবে। সচেতনতার প্রধান অংশই হচ্ছে স্যাঁতস্যাঁতে, নোংরা, পরিত্যাক্ত জায়গাকে পরিচ্ছন্ন রাখা। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের বাহিরের চারপাশে আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের নেতৃত্ব দেন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। তিনি বলেন, স্ব-স্ব অবস্থান থেকে আমরা প্রত্যেককে নিজ আবাসভূমি ও কর্মস্থলের চারপাশে পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করলে ডেঙ্গু হতে রক্ষা পাওয়া সম্ভব। বর্তমান সরকার ডেঙ্গু মোকাবেলায় সকল ধরনের উদ্যোগ গ্রহন করেছে। সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন থাকা অত্যাবশ্যক। পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশ নেন শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা বগুড়া জেলা শিক্ষা অফিসার (অবঃ) গোপাল চন্দ্র সরকার, পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আক্তার, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটু সহ প্রমূখ।