সৈয়দপুরে তিন মাদকসেবীকে পৃথক মেয়াদে কারাদন্ড

নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবনের দায়ে তিন ব্যক্তিকে পৃথক পৃথক মেয়াদের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।আজ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই কারাদন্ডাদেশ দেন।
জানা গেছে, নীলফামারী মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. খবির আহমেদের নেতৃত্বের এর সদস্যরা অভিযান চালিয়ে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া এলাকা থেকে শহরের কুন্দল এলাকার মৃত. আব্দুল গফুরের ছেলে সানোয়ার হোসেন (৪০), শহীদ ডা. জিকরুল হক সড়কের মৃত. মোজাম্মেল হকের ছেলে মো. আকুল (৪০) ও বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়ার মো. মজিবর রহমানের ছেলে মো. বাবু হোসেনকে (২৮) গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করে। এরপর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তা গাঁজা সেবনের কথা স্বীকার করে। পরে তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. সানোয়ার হোসেনকে এক মাসের এবং মো. আকুল ও মো. বাবুকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড্র প্রদান করা হয়েছে।