বগুড়ার শেরপুরে দু'দল সর্বহারার বন্দুকযুদ্ধে নিহত ২
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর চরমপন্থী দলের(সর্বহারা) দুই পক্ষের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ২ টি চাপাতি ও ৩ টি দলীয় পোস্টার উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(গণমাধ্যম) সনাতন চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন।
সনাতন চক্ররবর্তী জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পুলিশ খবর পায় ভবানীপুর বাজারের পাশে সর্বহারাদের মধ্যে গোলাগুলি চলছে। খবর পেয়ে তিনি (অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী) ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থলে যান। তারা সেখানে গিয়ে ২ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম লিটন এবং আফসার বলে জানায়।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পুলিশের গাড়িতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।