কাহালুতে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কাহালুর বিবিরপুকুর-তিনদীঘি সড়কের শিলকঁওড় মাদ্রাসা মোড়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে কলেজ ছাত্র আল হাদী (২১) নিহত হন। নিহত আল হাদী দরগাহাট ডিগ্রী কলেজের বিএ ২য় বর্ষের ছাত্র ও উপজেলার কল্যাণপুর দক্ষিণপাড়া গ্রামের নজমুল হোসেন ওরফে আলহাজ্ব উদ্দিনের পুত্র। প্রত্যক্ষ দর্শীরা জানান, সে মোটর সাইকেল নিয়ে দরগাহাট ডিগ্রী কলেজে আসছিল ও বালু ভর্তি ট্রাক তিনদীঘি যাচ্ছিল। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা সড়ক দূর্ঘনায় কলেজ ছাত্র নিহতের কথা নিশ্চিত করেন।