সারাদেশের ন্যায় হিলিতে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে একযোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী চালু করা হয়েছে।দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় র্যালী থেকে জনসাধারনের মাঝে জনসচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।
পরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন উর রশীদ হারুন ও পৌরমেয়র জামিল হোসেন চলন্ত কুদাল দিয়ে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন।এসময় স্থানীয় জনগনকে নিজ নিজ বাসাবাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার রাখার ও ফুলের টব বা অন্য কিছুতে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সজাগ থাকার আহবান জানানো হয়। সেই সাথে পর্যায়ক্রমে উপজেলার সকল স্থানে মশক নিধনে ওষধ ছিটানোসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানানো হয়।