বগুড়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম প্রয়াণ বার্ষিকী পালন
২২ শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম প্রয়াণ বার্ষিকী পালন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়া শাখা। মঙ্গলবার বিকাল থেকে রাতে কথায়, কবিতায়, গানে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় কবি নজরুল ইসলাম সড়কের সংগঠনের অস্থায়ী কার্যলায়ে।
সংগঠনের সভাপতি শ্যামল বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে কবির রাষ্ট্র, সমাজ ও শিক্ষাভাবনার উপর আলোচনা করেন তৌফিক হাসান ময়না, ড. প্রণবানন্দ সাহা, মির্জা আহসানুল হক দুলাল, মামুনুর রশিদ, আবু সাঈদ সিদ্দীকী, দৌলতুজ্জমান দৌলত, ডা. গোপাল কর্মকার, হাফিজুর রহমান প্রমুখ।সংগঠনের সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জীর পরিচালনায় সম্মেলক ও একক গান পরিবেশন করেন, মিতা হক, স্মৃতি রানী বসাক, রুপা দত্ত, ইসরাত মেহেরিন ইমু, অর্পিতা, ঋতি, অরিক, ডোনা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিতা হক।

ষ্টাফ রিপোর্টার