ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক রয়েছে : নন্দীগ্রামে জেলা প্রশাসক

বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক রয়েছে। তাই প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য অর্থ বরাদ্দ করা হয়। এতেই প্রমাণ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কত ভালোবাসে। ৭ই আগস্ট বিকেল ৪ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি উপকরণ, সেলাই মেশিন, গাভী, ক্রীড়া সামগ্রী স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষে সুমন্ত কুমার উড়াও ও ছাত্রী মৌসুমী রাণী উড়াও প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন। এরপূর্বে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়াও তিনি অন্যান্য কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।