বিরামপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বিরামপুর উপজেলা আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও পল্লীশ্রী ইভিপিআরএ প্রকল্পের সহযোগিতায় শুক্রবার (৯আগষ্ট) র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
বিরামপুর মহিলা কলেজ মাঠে উপজেলা আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) সমাজ উন্নয়ন সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, থানার ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, পল্লীশ্রী’র সিনিয়র সিডিএস সাইফুল ইসলাম, আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস মুর্মু, দেশ পারগানা কেরবিন হেমরম প্রমূখ।