হিলিতে আগুনে পুড়ে ছাঁই মুন্নী ফার্নিচার

দিনাজপুরের হিলিতে আগুনে পুড়ে ছাঁই হয়েছে মুন্নী ফার্নিচার।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার দুপুর সোয়া ১ টায় নামাজের উদ্যেশে যাওয়ার সময় দেখতে পায় মুন্নী ফার্নিচার দোকানের ভিতরে ধোয়া উঠছে। এসময় ফার্নিচারটি বন্ধ ছিলো। আশেপাশে তেমন কোন লোকজন ছিলো না। তখন আগুন আগুন বলে সবাইকে ডাক দেয়। পরে কয়েকজন ছুটে এসে বালতি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রনে না আসায় হিলি ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, আজ দুপুর দেড়টায় জানতে পারি হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মুন্নী ফার্নিচারের দোকানে আগুন লেগেছে।সংবাদ পাওয়ার পর ঘটনা স্থলে দ্রুত উপস্থিত হয়।স্বল্পসময়ের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি।তারা আরো জানায়,বৈদ্যতিক তার থেকে এই আগুনের সুত্রপাত ঘটেছে।এই আগুনে প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার ক্ষযক্ষতি হয়েছে।
মুন্নী ফার্নিচারের মালিক কামাল জানায়, আমার আর কিছুই নেই। আমি নি:স্ব হয়ে গেছি।এই সর্বনাষি আগুন আমার সব কেড়ে নিলো।আমার ফার্নিচার শোরুমের সামনে পিছোনের দুটি গোডাউনের সব ফার্নিচার পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে প্রায় ১৫ লাখ টাকার ফার্নিচার ছিলো।