বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় কলেজ শিক্ষার্থী নিহত
_PIC-09.08_.2019_.jpg)
বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম মো. সোহান হাসান (২২)। তিনি পৌরশহরের শান্তিনগর এলাকার মো. নুরুন্নবীর ছেলে।
শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার শেরপুর-রানীরহাট সড়কের আড়ংশাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগ (২০) নামে তাঁর আরেক বন্ধুও গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. সোহান তাঁর বন্ধু সোহাগকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে রানীরহাটে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে একইদিক থেকে আসা দ্রুতগতির একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-০২২৩) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহান হাসান মারা যান। আর গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয় বলে এই কর্মকর্তা জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় একটি মামলা নেয়া হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।