গোবিন্দগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম দূর্নীতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর দ্বি- মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলামের বিরুদ্ধে মোটা অংকের অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
প্রধান শিক্ষকের এহেন অপকর্মের বিরুদ্ধে জাতীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও সরেজমিনে প্রকাশ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মনীতি উপেক্ষা করে তার মনগড়াভাবে কোনপ্রকার প্রচার প্রচারণা ছাড়াই ও নোটিশের মাধ্যমে অবগত না করে দাতা সদস্য নির্বাচিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
এছাড়া ওই প্রধান শিক্ষক তার নামের শুধু একটি অক্ষর কমবেশি করে এমপিও সিটে দুটি ইনডেক্স ব্যবহার করে বেতন ভাতা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ধুরন্ধর ওই প্রধান শিক্ষক লাইব্রেরীয়ান পদে প্রাপ্যতা না থাকলেও ভূয়া বা জাল কাগজপত্র তৈরী করে ৮ (আট) লাখ টাকা (নগদ নারায়ন) ঘুষ/উৎকোচ নিয়ে সম্পুর্ণ অবৈধভাবে জনৈক কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে লাইব্রেরীয়ান পদে নিয়োগ দেয়ার পায়তারা করছেন।
এছাড়া বিদ্যালয়টি কাগজে হরিরামপুর জুনিয়র বালিকা বিদ্যালয় হলেও প্রধান শিক্ষক রহস্যজনক কারণে সাইনবোর্ড এ জুনিয়র তুলে দিয়ে দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় লিখেছেন বলেও অভিযোগকারি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ অন্যান্যরা সাংবাদিকদের জানান।
এসব অভিযোগের ব্যাপারে বিদ্যালয় চলাকালীন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ক'জন সাংবাদিক তথ্য সংগ্রহে গেলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন এবং এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ হলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার আস্ফালন এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
বর্তমানে প্রধান শিক্ষকের এসব ঘুষ বাণিজ্য ও নানা অনিয়মের ফলে ওই এলাকায় স্থানীয়ভাবে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রধান শিক্ষকের এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ হরিরামপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ইতমধ্যেই জাতীয় সংসদ সদস্য ৩২ গাইবান্ধা-৪,গোবিন্দগঞ্জ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী,এলাকাবাসী ও সচেতন মহল সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।