পটুয়াখালীতে বন্দুকযুদ্ধে ৩০ মামলার আসামি নিহত

পটুয়াখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চাঁন মিয়া হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহত ব্যক্তি ডাকাত সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতিসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গতরাতে করমজাতলা এলাকায় অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় চাঁনমিয়া ও তার দলবল। আত্মরক্ষার্থে তখন পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী, বন্দুকযুদ্ধ, আসামি, নিহত
২১ মে, ২০১৯
২৫ মে, ২০১৯
২৫ মে, ২০১৯
২৭ মে, ২০১৯
২৮ মে, ২০১৯