কাহালুতে মালামাল সহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

শুক্রবার বিকেলে কাহালু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাহালু বাজারস্থ কলেজ রোডে ভাংরির দোকান থেকে চোরাইকৃত সাব-মারচিবল মোটর সহ চোর চক্রের সদস্য ভাংরির দোকানদার শাওন শেখ (২৬) ও আবু তালেব (২৮) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত শাওন শেখ কাহালু বাজারের মৃতঃ সোহেল শেখের পুত্র ও আবু তালেব কাহালু পৌর এলাকার পালপাড়ার আজগর আলীর পুত্র। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, গ্রেফতারকৃতরা চোর চক্রের সদস্য, তারা কাহালু পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন জায়গা থেকে সাব-মারচিবল মোটর চুরি করে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।