পোরশায় আদিবাসী দিবস উদযাপন

নওগাঁর পোরশায় আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সারাইগাছী আদিবাসী খামারে উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নিরেন পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, জাতীয় আদিবাসী পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা সভাপতি মহেন্দ্র পাহান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক পরিমল কেরকাটা, উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আইচন পাহান প্রমুখ।