ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে নয়, আদিবাসী হিসেবে বেঁচে থাকতে চাই
_PIC-10.08_.2019-1_.jpg)
আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী রেবেকা স্বরেন।
শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর পৌর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙনে আয়োজিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহবান জানান। আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় কেন্দ্রীয় সভানেত্রী বেবেকা স্বরেণ আদিবাসীদের অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে আরও বলেন, আমরা এই দেশের সুযোগ-সুবিধা ও অধিকারবঞ্চিত মানুষ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে নয়, আদিবাসী হিসেবে বেঁচে থাকতে চাই। সাংবিধানিকভাবে এই অধিকার দিতে হবে।
আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সদস্য শ্রীকান্ত মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভায় সংগঠনের উপদেষ্টা ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা, বগুড়া জেলা কমিটির কৃষক নেতা সন্তোষ কুমার পাল, নিমাই ঘোষ, আদিবাসী ইউনিয়নের নেতা দুলাল রজক, দেবেশ ভারতী, জনক রায়, স্থানীয় উপজেলা কমিটির নেতা অজয় মাহাতো, নিরঞ্জন দাস রনি প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের স্থানীয় গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আদিবাসী সম্প্রদায়ের নৃত্য-গান পরিবেশন করা হয়।